পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8-8 উপদেশ । অসম্ভব সম্ভবের কথা অনেক বলা হইল, অনেক দৃষ্টান্ত দেখান হইল ; কিন্তু দেখিতে হইবে কিরূপে অসম্ভব ব্যাপার হইতে পারে । তাড়িৎ বাৰ্ত্তাবহ যন্ত্রের কথা ভাবিয়া দেখ—তাড়িৎ সংযোগে জগতে অসম্ভব ব্যাপার সম্ভব করিয়াছে | আত্মার মধ্যে অন্তরাত্মার তেমনি তড়িৎ সংযোগ আছে । যত কিছু ভাবিবে, করিবে, বলিবে, ভাবেতে হৃদয়ের উচ্ছাসে, জীবনের আদর্শে, আশার স্বপ্নে, সমস্ত বিষয় সেই প্রাণময় অনন্তদেবতার সঙ্গে সংযুক্ত কর । ইহাতে সহজে এবং প্রাকৃতিক প্রণালীতে যাহা অসম্ভব বলিয়া মনে হয় তাহা সম্ভব হইবে, এবং তাহার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত প্রকৃতি দেবপ্রকৃতি হইয়া যাইবে । অতএব এস, আমরা সকলে সেই অনন্ত দেবতার মহাশক্তির সঙ্গে সংযুক্ত হই । তাহার ইচ্ছাতে ইচ্ছা মিলাইয়া, তাহার জ্ঞান হইতে জ্ঞান লাভ করিয়া, সেই অনন্ত গুণ হইতে গুণ লাভ করিয়া একান্ত র্তাহারই আশ্রিত হইয়া যে সমস্ত অসম্ভব ব্যাপার আমাদের জীবনে এবং প্রকৃতিতে নিহিত আছে তাহা কাৰ্য্যে পরিণত করি, দিনের পর দিন আরও অধিক শিক্ষালাভ করিয়া কৃতার্থ হই । প্রভাবদাতা মঙ্গলময় ঈশ্বর তোমাদের সকলকে আশীৰ্ব্বাদ করুন ।