পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তম দৃশ্য কি ? শান্তিকুটার, কলিকাতা রবিবার, ৩০শে পৌষ, ১৮১৬ শক ; ১৩ই জানুয়ারী, ১৮৯৫ খ্ৰীষ্টাব্দ পৃথিবীতে উত্তম দৃশ্ব কি ? যাহা দেখিলে ধাৰ্ম্মিকের ধৰ্ম্মভাব চরিতার্থ হয়, জ্ঞানীর প্রজ্ঞা পরিপক্ক হয়, দর্শকের অন্তৰ্দ্দৰ্শন খুলিয়া যায়, এমন উত্তম দৃশ্ব কি ? সেই পুরাতন পৃথিবীর পুরাতন বৃক্ষে পুরাতন পত্র, পুরাতন লতায় পুরাতন ফুল, পুরাতন আকাশে পুরাতন শশীতারা, পুরাতন লোকের পুরাতন কথাবাৰ্ত্তা, সেই পুরাতন ধৰ্ম্মমণ্ডলীর পুরাতন বিবাদ, বিচ্ছেদ, পুরাতন পুরোহিত, পুরাতন মন্ত্র পাঠ করিতেছে, পুরাতন বৃদ্ধ মোল্লা পাচোক্ত নমাজের আজান দিতেছে, ইহা আর দেখিতে ভাবিতে ইচ্ছা করে না । ইহা অপেক্ষা উত্তম দৃশ্য কি আর নাই ? এক ভাবে এই সমস্ত উত্তম বটে । সুন্দর প্রকৃতি, গগনের শোভা, লোকের শ্ৰী, ধৰ্ম্ম-ইতিহাসের আশ্চৰ্য্য বৃত্তান্ত আমরা সকলে ভালবাসি; কিন্তু যাহার মন জড়ীভূত, যাহার চক্ষু কুভাব ও কুদৃষ্টিতে অন্ধপ্রায়, যাহার চিন্তা কেবল সংসারে আবদ্ধ,