পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Č о উপদেশ হৃদয়ে আবদ্ধ থাকে না ; কিন্তু নরনারীর দিকে ছুটিয়া যায়। যদি শাক্যমুনি সিদ্ধিলাভ করিয়া সেই উরুবিস্বের বনে আশ্রম রচনা করিয়া বসিয়া থাকিতেন, বারাণসী, বৈশালি, রাজগৃহ, অযোধ্যা, কপিলাবস্তু, এবং অন্যান্য নানাস্থানে ভ্রমণ করিয়া মহা বৈরাগ্য, মহা শান্তি বিতরণ না করিতেন, তাহা হইলে এই সকল বৌদ্ধবংশ কোথায় থাকিত ? যদি ঈশ৷ সেই হৰ্ম্মণ পৰ্ব্বতের শিখরে, কি গালিলীয় উপসাগরের পার্শ্বে কেবল দশজন শিষ্য লইয়৷ নিশ্চিন্ত হইতেন, জগতকে স্বৰ্গরাজ্যের দিকে আকর্ষণ করিতে কোন উদ্যোগ ও পরিশ্রম না করিতেন, যদি তাহার পরাক্রান্ত শিষ্যগণ দেশে বিদেশে গ্রামে নগরে, রাজপথে ধৰ্ম্মপ্রচারের জন্ত সৰ্ব্বস্ব ত্যাগ, প্রাণ পৰ্য্যন্ত ত্যাগ ন৷ করিতেন, তাহা হইলে কে খৃষ্টীয় ধৰ্ম্মের প্রভাব অনুভব করিত ? বনের ফুল বনে ফুটিয়া নির্জনে শুখাইয়া যায়। সে উৎকৃষ্ট ফুল বটে, কিন্তু কে তাহার সমাচার পায় ? সে কোন কার্য্যে লাগে ? তদ্বারা কোন দেবতার পূজা হয় ? পৃথিবীতে কত সাধু শন্ত আছেন তাহাতে কি লাভ হইল ! শন্তজন যদি আপন শাস্তিতে পৃথিবীর জ্বালা নিবারণ না করেন, যদি ভক্তের ভক্তি উচ্ছাসে অভক্তের শূন্য হৃদয়কদের ভরিয়া না যায়, যদি যোগীর যোগবলে