পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তম দৃশ্য কি ? - । 電 & জন্য সৰ্ব্বত্র স্থাপন কর । নীতি ধৰ্ম্মের মর্ম্যাদা রক্ষা কর । যদি ঈশ্বরের ভাণ্ডার হইতে এত রত্ন লইয়া থাক তাহার সদ্ব্যবহার কর । লোকের সৰ্ব্বোচ্চতম উপকার সাধনে প্রবৃত্ত হও । এখন বুঝিতে পারিয়াছ উত্তম দৃশ্য কি ? উত্তম দৃশু ভোগ করে কে ? উত্তম দৃশু ভোগের প্রণালী কি ? এবং ইহা ভোগের প্রমাণ কি ? অতএব বলি প্রকৃতিকে অমান্ত করিও না । উহ দেখ বলিয়া তোমার এত আনন্দ হয় । তুমি প্রকৃতির সন্তান হইয়া উহা ভোগ করিবার অধিকারী । এইজন্য আপনাকে সৌভাগ্যশালী জানিয়া সম্পূর্ণরূপে প্রকৃতির সঙ্গে মিশিয়া সহজ ও সরল হইয়া ধৰ্ম্মের উন্নতিলাভ কর । পরম করুণাময় ঈশ্বর তোমাদিগকে যোগানন্দের পথে আকর্ষণ করুন, তোমাদের চক্ষুকে মোহমুক্ত করুন ।