পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-আত্মবলিদান । ২৩ করিয়াছেন সে ধন্য, তাহার সৌভাগ্যের সীমা নাই। পিতা যাহাকে স্নেহ করেন, তাহাকেই তাড়না করেন। কত লোক ঐশ্বৰ্য্যের স্তম্ভে বসিয়া আছে, সুখ সমৃদ্ধি ভোগ করিতেছে। তাহদের ত ঈশ্বর যন্ত্রণ দিতে চান না ; একগুণ ঐশ্বৰ্য্যকে শতগুণ করেন । দুঃখ দান করেন কাহাদের ? যাহারা দরিদ্র। ক্লেশযুক্ত হইয়া যাহারা কম্পিত হয়, তাহাদের উপরে তিনি আরও আঘাত করেন। হে দুঃখী ভ্রাতাগণ ! তোমাদের উপর ঈশ্বরের অনেক করুণা। এই যে যন্ত্রণ পাইতেছ, পরমেশ্বর দয়া করিয়া ইহা তোমাদের দান করিতেছেন, এতদ্বারা তিনি তোমাদিগের পরম মঙ্গল সাধন করিবেন। ভ্রাতৃগণ ! পণ্ডিতের পাণ্ডিত্যের প্রতি, ধনীর ধনের প্রতি দৃষ্টিপাত করিও না। অতি আহলাদের সহিত আপনাদের দারিদ্র্য, দুঃখ, অজ্ঞানতার ভার মস্তকে লও। আহলাদের সহিত উদারচিত্তে দয়াময়ের নাম মুখে বল ; পরমপিতার দয়া পাইলে আদরের সহিত লোক তোমাদিগকে গ্রহণ করিবে । এই জন্য পিতা তোমাদের এই অবস্থায় আনিয়াছেন। এক বিন্দু রক্ত যদি পড়ে, শত বিন্দু অমৃত লাভ করিবে। মৃত্যু ত একদিন সকলেরই জন্য অপেক্ষা করিতেছে। ধন্ত সে, যে মরণের সময় দয়াময় বলিয়া মরিতে পারে! ঈশ্বর করুন, আমাদের সেই সৌভাগ্য হয়। যদি তার সত্য প্রচার হয়, আমাদিগের জন্ম সার্থক হইবে, আমাদিগের জন্মভূমি সার্থক হইবে। তিনি এইরূপে আমাদিগের জীবনকে চিরকাল তাহার সহিত সম্বদ্ধ রাখুন!