পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস やが@ ভূতত্ত্ববিদেরা বলেন পৃথিবী প্রথমে উত্তপ্ত বাষ্পময় ছিল, ক্রমে উহা জলময় হইল, তারপর অন্তর্নিহিত অগ্নি-উৎপাতে এখানে ওখানে চারিট দ্বীপ দেখা দিল, দুইদশটা পৰ্ব্বত উৰ্দ্ধে গাত্ৰোখান করিল, তারপর বস্থদ্ধর ক্রমে দৃঢ়কলেবর হইয়া বৰ্ত্তমান অবস্থায় উপনীত হইয়াছে প্রথমে এই পৃথিবী নানা জাতীয় ভীষণ জন্তুর আবাসভূমি ছিল তাহাদের প্রোথিত কঙ্কাল দেখিলে ভয় ও বিস্ময়ের উদয় হইয়া থাকে । এই সমস্ত শৃঙ্গী নখী বিকট-দন্ত সৰ্ব্বগ্রাসী আদিম জন্তুরা জলে স্থলে বিচরণ করিত । তখন মনুষ্য ও র্তাহার পিতামহগণ । কোথায় ছিলেন ? তখন জন্মিলে কি বাচ। যাইত ? ক্রমে সেই সকল জন্তু শান্ত হইল, অদৃশ্য হইল, তাহাদের মৃতদেহে পৃথিবীর মৃত্তিকাস্তর উচ্চ হইল এবং উচ্চতর জীবজাতি জন্মগ্রহণ করিল । সৰ্ব্বশেষে মনুষ্যের অবতারণা হইল। ইহাতে স্রষ্টার কত মহিমা, কত কৌশল, কত কীৰ্ত্তি ! যেমন জন্তু মরিয়া মানুষ জন্মে, তেমনি নিকৃষ্ট মানব হইতে উৎকৃষ্ট মানব জন্মে ; স্মৃষ্টি পরিণতির দিকে, এবং পূর্ণতার দিকে ক্রমে অগ্রসর হইতেছে । ভূতত্ত্বেও ইতিহাস আছে, মানবজীবনেও ইতিহাস আছে, আর জাতীয়বৃত্তান্তে ত আছেই । এই ইতিহাসকে