পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস ৬৭ কঠিন হইলেও আভ্যন্তরিক মিলন আছে ? বিগত ধৰ্ম্মের ইতিহাস মধ্যে ভূতকালে এমন অবস্থা পুনঃ পুনঃ ঘটিয়াছে, যাহা ফিরিয়া আসিলে আমাদিগের পক্ষে জীবনধারণ তেমনি অসম্ভব হইয় উঠে । সেইজন্য যেমন অপর বিষয়ে তেমনি ধৰ্ম্মে পরিবর্তন সংঘটিত হইয়া থাকে । যেমন অগ্নিময় বাষ্পমধ্যে ও কুম্ভীরময় জলমধ্যে বাস করা অসম্ভব, তেমনি নানা উপধৰ্ম্ম ঘটিত মারিভয় ক্রমে অতিক্রান্ত হইয়া ধৰ্ম্ম-জগতকে বাসোপযোগী ও স্বাস্থকর করিয়া তুলিতেছে। নিকৃষ্ট ধৰ্ম্ম হইতে উৎকৃষ্ট ধৰ্ম্ম জন্মিতেছে, সকল ধৰ্ম্ম সমন্বিত হইয়া এক দিব্য সাৰ্ব্বভৌমিক ধৰ্ম্ম রচিত হইতেছে । বন্ধুগণ, বল দেখি তোমরা কি মনে করিতেছ না যে বৰ্ত্তমান কালে জীবন ধারণ করিয়া অতিশয় সৌভাগ্যশালী হইয়াছ ? দৈনন্দিন জীবনে ভগবানের যাহা কিছু বিশেষ বিশেষ ক্রিয় তাহার প্রতি দৃষ্টিপাত করিলে কদাপি অবিশ্বাসী থাকা ষায় না । । পয়ষট্টি বৎসর হইল এই ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হইয়াছিল, কয়েকজন শিথিল প্রকৃতি জমীদারের দ্বারা ইহা স্থাপিত হইয়াছিল, কয়েকট ব্রাহ্মণ মিলিয়া ইহাতে সংস্কৃত শ্লোক পাঠ করিতেন, কে জানিত যে ইহার উন্নতি নানা সোপান পরম্পরা অতিক্রম করিয়া এত উচ্চস্থান অধিকার করিবে ?