পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস । やの。 কত সাধক, কত শত উপাসক, কত যুবক, কত বৃদ্ধ, কত বালিকা, কত বৰ্ষিয়সী, কত পরিবার ও মণ্ডলী শিক্ষা ও সান্ততা লাভ করিয়াছে ; এক অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস, ধৰ্ম্মনীতিতে নিষ্ঠা, পরলোকে প্রত্যয় লাভ করিয়াছে। লোকের জীবন ভাল হইয়াছে । মণ্ডলী গঠিত হইয়াছে, দেশের অবস্থা পরিবর্তিত হইয়াছে, ভবিষ্যতের আশা খুলিয়া গিয়াছে । . ইহা কি তোমার কার্য্য, না আমার কার্য্য ? ইহা । রাজ রামমোহন রায়ের কার্য্য, না মহর্ষি দেবেন্দ্রনাথের কার্য্য? না ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্রের কার্য্য ? কাহারও নহে। ইহা সাক্ষাৎ সৰ্ব্বশক্তিমান বিধাতার কায । সত্য বটে আমাদের নেতাগণ আমাদিগকে চিরঋণে বদ্ধ করিয়াছেন ; কিন্তু এই ব্রাহ্মসমাজের বিচিত্র ইতিহাসের ছত্ৰে ছত্রে অক্ষরে অক্ষরে যুগধৰ্ম্ম প্রণেতার লেখনী অনুভব করিতে পারিতেছি । তিনি আমাদের জীবন সংগ্ৰহ করিয়া আমাদের ধৰ্ম্মকে আকার দিলেন, আমাদের ধৰ্ম্ম লইয়৷ মণ্ডলীতে স্থাপন করিলেন, আমাদের মণ্ডলী হইতে আমাদের দেশীয় ইতিহাসের নূতন পথ আবিস্কৃত করিলেন । কেবল যদি রামমোহনের প্রশংসা কর, কেবল যদি দেবেন্দ্রনাথের দেবচরিত্র পাঠ কর, কেবল যদি দিন রাত কেশব কেশব করিয়া চিৎকার কর, যাহা