পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস 이 যোগী ঋষির বেদোপনিষৎ দর্শনাদির মধ্যে মিশিয়া রহিয়াছে । - ব্যক্তিগতভাবে দেখ তোমার আমার সকলের জীবন এই ব্রাহ্মসমাজের সাক্ষ্য দিতে প্রস্তুত আছে । ব্যক্তিগত জীবনের কতশত বৃত্তান্ত না ইহার ইতিহাস মধ্যে সন্নিবেশিত রহিয়াছে । যখন লোকে দ্বারকানাথ ঠাকুর, কালীনাথ রায় প্রভৃতি উষ্ণীষধারী, আতর-গোলাবসিঞ্চিত, কাবাল-বেদ পরিধায়ী আয়তদেহীদিগকে দেখিতে পাইত, তখনত আর আশা করে নাই যে ইহাদের হস্ত । হইতে এই প্রকাণ্ড ধৰ্ম্মবিধানের অবতারণা হইবে ; ইহাদের প্রভাবে এত নগর-সংকীৰ্ত্তন, এত বক্তৃতা, এত শাস্ত্রীয় তত্ত্ব, এত মানব তত্ত্ব প্রকাশিত হইবে । বৈষ্ণবভাবে, বৈষ্ণব-স্বরে এখন এমন ব্রহ্মসঙ্গীত রচিত ও গীত হইতেছে যে ভক্ত বৈষ্ণব শুনিয়া আশ্চৰ্য্য হইয়া যাইতেছেন । খৃষ্টজীবন সম্পর্কে, খৃষ্টশিক্ষা বিষয়ে, খৃষ্ট্রের সঙ্গে মানবের সম্বন্ধ বিষয়ে এমন সমস্ত গভীর ব্যাখ্যা হইতেছে যে তাহা শুনিয়া ভাল ভাল জ্ঞানী খৃষ্টান আহলাদে উৎসাহে পূর্ণ হইয়া বলিতেছেন এই ব্রাহ্মের খৃষ্টের সারতত্ত্ব বুঝিয়াছেন । এইরূপে ব্রাহ্মসমাজে যাহা দেখিবে, তাহাই অদ্ভুত । যদি এই ব্যাপার নূতনতত্ত্ব, নুতন বিধান, নূতন ইতিহাস না হয়, তবে আমি জানি