পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ উপদেশ । ন৷ ”নুতন” শব্দের অর্থ কি ? এই নুতন তত্ত্বে আমাদের নিজ নিজ জীবন, আমাদের পরিবার গঠন, আমাদের মণ্ডলী ও দেশের বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত নিহিত রহিয়াছে । এই নববিধানসমাজ যদি স্থাপিত না হইত, তবে সকলে আজ কোথায় থাকিতে ? নববিধান নামে বিরক্ত হইলে কি হইবে, ইহার অস্তিত্ব ও মৰ্ম্মকে প্রত্যেক সরল ব্যক্তিকেই গ্রহণ করিতে হইতেছে । যেমন জলে লবণ সংযোগ করিলে লবণের চিতুমাত্র থাকে না, কেবল জলই অবশিষ্ট থাকে ; তেমনি আমরা সকলে এই ব্রাহ্মসমাজে এমন ভাবে মিশিয়াছি যে আমাদের বিভিন্ন জীবনের চিন্তু ইহার মধ্যে দেখিতে পাওয়া যায় না, কেবল এই ব্রাহ্মসমাজেরই বিস্তীর্ণ আয়তন নয়নগোচর হয়। কিন্তু স্বীয় জীবনকে এই মণ্ডলীগত জীবনের মধ্যে খুজিয়া পাই আর না পাই –যত না পাই ততই ভাল—, আমরা প্রতিজন ব্রাহ্ম ব্রাহ্মসমাজ মধ্যে লীনভাবে অবস্থিতি করিতেছি । ব্রাহ্মসমাজের ইতিহাসে কেবল রাজা রামমোহন রায়ের কীৰ্ত্তি, কেবল মহর্ষি দেবেন্দ্রনাথের প্রাণ, কেবল আচায্য কেশবচন্দ্রের প্রতিভা মিশিয়া রহিয়াছে এমন মনে করিও না । ইহার উপাদানে শত শত সরল ধৰ্ম্মপিপাস্তু লোকের অশ্রু জল, শত শত যুবার উৎসাহ ও সত্যপ্রিয়তা