পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ε) ο উপদেশ কৰ্ত্তব্য তাহ সমাধান হইল না । ইহার ভিতর অনেক অত্মার বিমিশ্রণ আছে, অনেক লোকের চেষ্টা আছে, অনেক জীবনের ইতিহাস আছে । ইহার ভিতর ভগবানের জাতিব্যাপী, যুগব্যাপী, জগদ্ব্যাপী কাৰ্য্য-কৌশল নিরীক্ষণ কর । তাহার আত্মপ্রকাশ দর্শন কর । একদিন আমাদের প্রতিজনের জীবনের ইতিহাস, ব্রাহ্মসমাজের ও নুতন আর্য্যাবৰ্ত্তের ইতিহাস বলিয়৷ গণ্য হইবে । এতদ্বারা সমুদয় জাতির মধ্যে ঐক্য স্থাপন হইবে, সমুদয় সম্প্রদায় মধ্যে সদ্ভাব জন্মিবে, চতুৰ্বর্ণের মধ্যে ভ্রাতৃভাব হইবে, ইংরেজ ও বাঙ্গালীর মধ্যে একতা হইবে, সমস্ত ভারতবাসীগণ একজাতি বলিয়া পরিগণিত হইবে । এই পয়ষট্টি বৎসর মধ্যে ব্রাহ্মসমাজ কত নুতন চরিত্র গঠন করিয়াছে, কত নুতন সাহিত্য ও কাব্য প্রচার করিয়াছে, কত প্রকার নুতন সামাজিক সংস্কার পরিচালিত করিয়াছে, কত দেশভ্রমণে প্রবৃত্ত হইয়াছে, কত পরাক্রান্ত জাতির নিকট নিজের বিশ্বাসের সাক্ষাদান করিয়াছে, কত উচ্চতম সাধনে সিদ্ধিলাভ করিয়াছে। ঈশ্বরতত্ত্ব ও মানবতত্ত্ব মিলিত হইয়া ধৰ্ম্মের ও ভ্রাতৃমণ্ডলীর উচ্চ আদর্শ স্থাপিত হইয়াছে। ইহাতে ঈশার সুসমাচার, মুশার ধৰ্ম্মবিধি, মোহম্মদের একেশ্বরবাদ, বেীদ্ধের নির্বাণ বৈরাগ্য, বৈষ্ণবের মহাভক্তি, প্রাচীন