পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ উপদেশ । না নুতন” শব্দের অর্থ কি ? এই নুতন তত্ত্বে আমাদের নিজ নিজ জীবন, আমাদের পরিবার গঠন, আমাদের মণ্ডলী ও দেশের বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত নিহিত রহিয়াছে । এই নববিধানসমাজ যদি স্থাপিত না হইত, তবে সকলে আজ কোথায়. থাকিতে ? নববিধান নামে বিরক্ত হইলে কি হইবে, ইহার অস্তিত্ব ও মৰ্ম্মকে প্রত্যেক সরল ব্যক্তিকেই গ্রহণ করিতে হইতেছে । যেমন জলে লবণ সংযোগ করিলে লবণের চিতুমাত্র থাকে না, কেবল জলই অবশিষ্ট থাকে ; তেমনি আমরা সকলে এই ব্রাহ্মসমাজে এমন ভাবে মিশিয়াছি যে আমাদের বিভিন্ন জীবনের চিন্তু ইহার মধ্যে দেখিতে পাওয়া যায় না, কেবল এই ব্রাহ্মসমাজেরই বিস্তীর্ণ আয়তন নয়নগোচর হয় । কিন্তু স্বীয় জীবনকে এই মণ্ডলীগত জীবনের মধ্যে খুজিয়া পাই আর না পাই –যত না পাই ততই ভাল—, আমরা প্রতিজন ব্রাহ্ম ব্রাহ্মসমাজ মধ্যে লীনভাবে অবস্থিতি করিতেছি । ব্রাহ্মসমাজের ইতিহাসে কেবল রাজা রামমোহন রায়ের কীৰ্ত্তি, কেবল মহর্ষি দেবেন্দ্রনাথের প্রাণ, কেবল আচয্য কেশবচন্দ্রের প্রতিভা মিশিয়া রহিয়াছে এমন মনে করিও না । ইহার উপাদানে শত শত সরল ধৰ্ম্মপিপাস্তু লোকের অশ্রু জল, শত শত যুবার উৎসাহ ও সত্যপ্রিয়তা