পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이 8 উপদেশ মিলিত হও ; এই ব্রাহ্মসমাজ বিধাতার মহাকীৰ্ত্তি, ইহা র্তাহার উৎকৃষ্ট প্রণালীর পরাকাষ্ঠী। এখনও আত্মসম্প্রদানের জন্য শত শত যুবক তাহার বেদীর সম্ম খীন হইতেছে ; কে জানে যে বিধাতার এই প্রণালী মধ্যে তাহদের জীবনবৃত্তান্তে আরও কত কত নুতন ঘটনা না ঘটবে, আরও নূতন অতি স্বন্দর ইতিহাস না লিখিত হইবে ? তবে কোন সরলচিত্ত ব্রাহ্মকে তুচ্ছ করিব, কোন সম্প্রদায় ও কোন বিভাগের প্রতি অবজ্ঞা করিব ? অতএব বলি ঘটনাকে তুচ্ছ করিওনা, ঘটনার সূক্ষ্ম শৃঙ্খলে আত্মপ্রকাশক ঈশ্বরের কৌশল দর্শন কর। ঘটনাতে ব্ৰহ্ম-প্রমাণ দেখ, বিধান দেখ, ইতিহাস দেখ, আরও পবিত্র উৎসাহের সহিত, নিজ নিজ জীবনের এবং মণ্ডলীর উন্নতিসাধনে প্রবৃত্ত হও । ইহা নিশ্চয় জানিও তোমার, আমার এবং সকলের জীবনের একত্র সমাবেশ ভিন্ন ইতিহাস আর কিছুই নহে । কে মনে করিয়াছিল এই উত্তপ্ত বাষ্পময় জড়পিণ্ড হইতে এমন স্থদুখ্য শস্যশালিনী পৃথিবী হইবে ? সেই তপ্ত আগুনের বক্ষ হইতে সুন্দর দ্রাক্ষালতার জন্ম হইবে, তণ্ডুল গোধুমের জন্ম হইবে, এত উদ্যান প্রান্তরের জন্ম হইবে ? অতএব আর কেন নিরাশ হইব ? এখন কি ধরাতল দুইজন লোকের দৌরাত্মে রসাতলে যাইবে ? এখন কি এই ব্রাহ্মসমাজ দুইজন লোকের অত্যাচারে বিনাশ প্রাপ্ত হইবে ? কখনই না।