পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস - 이 & হে লীলা কীৰ্ত্তিময় ভগবান, এইত আমাদের ইতিহাস । এই সমস্ত তোমার মনে ছিল, কে জানে তোমার মনে আরও কত আছে । তুমি কি করিবে মনে করিয়াছ কে বলিরে ? এই ছিন্ন ভিন্ন মণ্ডলীকে বিচিত্ররূপে গ্রথিত করিয়া কি আশ্চৰ্য্য প্রণালীতে নিজ লীলা প্রকটন করিবে, আমরা কিরূপে জানিব ? আমাদিগকে অশেষ আশা, বিশ্বাস দাও । তোমার হস্তের পবিত্র লেখনী যেন সমস্ত ঘটনার ভিতর দেখিতে পাই । আত্মার খনিমধ্যে মহামূল্য রত্ব নিহিত করিয়াছ, আজ আমরা হতভাগা বলিয়া উহার উপযুক্ত ব্যবহার করিতে পারিতেছি না । তোমার সমস্ত ঘটনার পত্রে পত্রে তোমার মহিমার জলন্ত প্রমাণ দেখিতেছি না ; যদি সমস্ত কলিকাতা, সমস্ত ভারত, সমস্ত পৃথিবী তোমার এই নবধৰ্ম্মবিধান স্বীকার করিয়া জয়ধ্বনি করিত তবে কত আনন্দ করিতাম ও কৃতাৰ্থ হইতাম । যাহাদের সঙ্গে মিলিত হইয়া তোমার এই মহোৎসব করিব মনে করিয়াছিলাম, তাহাও হইল না আমরা একাকী – অল্পসংখ্যক । তথাপি কি হে জ্যোতিৰ্ম্ময় বিধাতা, তোমার মহাকীৰ্ত্তি স্বীকার করিব না ? হে সিদ্ধিদাতা পরমেশ্বর । আজ সকলে মিলিয়া আনন্দের আশার সহিত তোমার চরণে বার বার নমস্কার করি। শান্তিঃ শান্তিঃ শান্তিঃ