পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসন শান্তিকুটার, কলিকাতা বৃহস্পতিবার, ১১ই মাঘ, ১৮১৬ শক, ২৪শে জানুয়ারী, ১৮৯৫ খ্ৰীষ্টাব্দ উদ্বোধন যদি তাহার আরাধনা না করিলাম, তবে তপস্যায় লাভ কি ? যদি তাহার আরাধনা না হইল, যদি অন্তরে বাহিরে হরিরূপ দর্শন না করিলাম তবে তপস্যায় প্রয়োজন কি ? ব্রহ্মদর্শন ও আরাধনাই তপস্যার সার ৷ এস প্রিয়গণ, আত্মার বিবিধ উৎকৃষ্ট উপকরণে ব্ৰহ্ম দর্শন ও ব্রহ্ম আরাধনা করি । দেবগণ বৈকুণ্ঠ হইতে আমাদের পূজায় যোগ দিবার জন্য প্রতীক্ষা করিতেছেন, আমাদের পিতৃপুরুষগণও প্রতীক্ষা করিতেছেন। আমরা উৎসাহিত হইব বলিয়া স্বয়ং জ্যোতিৰ্ম্ময় পরম দেবতা উপস্থিত হইয়া আশীৰ্ব্বাদ করিতেছেন । যোগী সিদ্ধ যতিগণকে নমস্কার করি, পরলোকবাসী আচাৰ্য্য এবং সাধুগণকে স্মরণ করি, ইহলোকবাসী এদলে কি অন্ত দলে যত ভক্তগণ বাস করিতেছেন তাহাদের সকলের সঙ্গে আত্মাতে মিলিত হই। একাগ্রচিত্তে সকলে মিলিত হইয়া পবিত্র