পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ প্রকাশ পায়, এবং আমরাও বলি তুমি সার, তুমি সত্য, তুমি জীবন্ত জাগ্রত যথার্থ । এই ভবান্ধকারে হে জ্ঞানময়, তোমারই প্রত্যাদেশ কেবল তোমাকে চিনিবার উপায় । জ্ঞানের আলোকে তাবৎ বিশ্বসংসার কে প্রদীপ্ত করিলে, মানুষের অন্তরে এমন এক আলো জালিয়া দিলে যদ্বারা আমাদের আত্মদর্শন, ধৰ্ম্মবুদ্ধি ও বিবেক সমুদয় প্রস্ফুটিত হইল, আমরা চৈতন্ত্য নয়নে হে চিন্ময় তোমাকে দেখিতে পাইলাম । অনেক মায়া ও অবিদ্যা চারিদিকে ; কিন্তু তাহদের । কি সাধ্য আজ তোমার জ্ঞানমূৰ্ত্তিকে ঢাকিয়া রাখে ? তোমার প্রকাণ্ড বিধি ও সূক্ষ্ম বিধি দেহ মনে, বাহিরে ভিতরে তোমার পরিচয় দিতেছে । শরীরের রোমে রোমে জ্ঞানের অগ্নিকণা চমকিতেছে । হৃদয়বেদীতে মহা আচাৰ্য্য তুমি আসীন । আমাকে আমার নিকট তুমি বুঝাইয়া দিতেছ । সকল বিষয়ের স্থতত্ত্ব শিক্ষা দিতেছ। তোমার সঙ্গে সম্বন্ধ ব্যাখ্যা করিতেছ। তোমাকে সৰ্ব্বময় ও সকলের অন্তরাত্মারূপে উপলব্ধি করিয়া আপনাদের সমস্ত ক্ৰট অপরাধ তোমার সাক্ষাতে স্বীকার করি । তোমার তীক্ষু জ্ঞানাস্ত্র সমস্ত প্রকার কপটতাকে কাটিয়া ফেলিল, আমরা তোমার নিকট পরিচিত হইয়।