পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা 合さ পড়িলাম । মৃ জ্যোতিৰ্ম্ময়ী, মহাবিদ্যা ! তুমি সম্মুখস্থ প্রত্যক্ষ, সৰ্ব্বসাক্ষী, স্বপ্রকাশ । তোমার সঙ্গে নয়নের মিলন হয় বলিয়া কি এই চক্ষু তোমার সীমা নির্ণয় করিতে পারে ? সংসারের সমস্ত বস্তুতে তুমি পূর্ণ, ঘট যেমন জলে, আকাশ যেমন বায়ুতে তেমনি তোমাতে সমস্ত জগৎ পূর্ণ, তথাপি পৃথিবীর ধারণাশক্তি কখনও তোমার ইয়ত্ত করিতে পারে না । এই আমাদের চন্দ্র, সূৰ্য্য, বায়ু, আকাশ সকলকে অতিক্রম করিয়া তুমি আরও স্থদূর । সপ্ত-সাগরকে তুমি গঙুষ করিলে, সকল সূৰ্য্য তারকা, বিদ্যুৎকে অস্তমিত করিয়া কোন অজানিত আলোকের মধ্যে তুমি অন্তৰ্দ্ধান হইলে, কোন অন্ধকারের মধ্যে আত্মসংগোপন করিলে ; যুগ যুগান্ত তোমাকে খুজিতেছে, সমুদয় ঋষি মুনিবংশ তোমার সন্ধানে আত্মব্যয় করিতেছেন, প্রথম শতাব্দী হইতে আজ পর্য্যন্ত সকল । লোক তোমার আরাধনা করিতেছে, তোমাকে না পাইয়া সমাধিস্থ যোগীগণ শেষে তোমাতে বিলীন হইলেন । তবে আর আমরা কি বলিব ? আমরা নীরব হই । শেষ এই কথা রহিল – তুমি অগম্য, অপার, অনাদি, অনন্ত, মহান । - কিন্তু আরাধনার শব্দ নিরস্ত হইলেও হৃদয়তো নিরস্ত