পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা レア> তাহারাও হে দয়াময়, নিজ নিজ জীবনে তোমার অপার প্রেম অনুভব করিয়া তোমার প্রশংসা করিতেছে । তোমার ক্ষেত্রে কত শস্য, তোমার বনে কত ফুল তোমার নদীতে কত জল, তোমার পৃথিবীতে কত ঐশ্বৰ্য্য ! তোমার হস্তগঠিত জনসমাজে কত ভালবাসা, কত আদর, যত্ন, বন্ধুত্ব । শিশুর জন্য মাতৃবক্ষে স্নেহ, রোগীর জন্ত কত চিকিৎসা, বিপন্নের জন্ত কত উপায় ; আমাদের অন্তর বাহিরে তোমার প্রেমের এই সমস্ত আশীৰ্ব্বাদ । দিবানিশি তোমার ভালবাসার গুণ-কীৰ্ত্তন করিলেও ফুরায় না ; তোমার স্বভাব সৰ্ব্বমঙ্গলময় । তুমি দীনবন্ধু, কৃপাসিন্ধু কল্যানময়, মাতা, পিতা । এত স্নেহ ও দয়া কি জন্য ? কেবল পরিত্রাণ জন্য ; সমস্ত দেশের ধৰ্ম্ম-যাত্রীগণ মিলিত হইল, পুণ্য নিকেতনের দ্বার খুলিয়া গেল, পরিত্রানের সুসংবাদ নরনারীর ব্যাকুল হৃদয়ে আশা দিল, মুক্তির জন্য পাপাহত পৃথিবী ব্যস্ত হইয়াছে, সৰ্ব্বস্ব বিনিময় করিয়া পরিত্রাণ লাভ করিতে প্রস্তুত হইয়াছে । হে পুণ্যময়, সকলে তোমার ঐ নিষ্কলঙ্ক চরণে স্থান চায় । পুণ্যের জন্য বারানসী, শ্ৰীক্ষেত্র, মক্কাতে তোমার অনুসন্ধান করিয়াও পায় না । কে জানে কি প্রগাঢ় তৃষ্ণাতে _