পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ উপদেশ সকল ধৰ্ম্মার্থী লোকে আকুল ? ধৰ্ম্ম ভিন্ন ভূমণ্ডলের শোভা নাই, স্থায়িত্ব নাই, রক্ষা নাই, সেই ধৰ্ম্ম তুমি ; অতএব আমরা তোমার আরাধনা করি, তোমাকে আকাঙ্ক্ষা করি, সৰ্ব্বান্তঃকরণে তোমার পূজা করি । হে পুণ্যময়, তুমি যদি এখানে অবতীর্ণ হও, তোমার নিষ্কলঙ্ক জ্যোতিতে সকল লোকের ভিতর বাহির উজ্জল হইবে । হে শুদ্ধতম, হে অপাপবিদ্ধ তুমি কি এই সভায় পদার্পণ করিবে, এবং আমাদের সমস্ত পাপ ধৌত করিবে ? হে পুণ্যময়, তুমি আসিয়াছ অতএব আমরাও অন্যান্য পাপী বংশের ন্যায় উদ্ধার হইতেছি । মুক্তিদাতা তুমি আমাদের পাপ তাপ হরণ করিতেছ । তোমার তেজঃপুঞ্জ সহবাসে প্রবিষ্ট হই, তোমার পরম স্বৰ্গীয় স্বভাবের আস্বাদন গ্রহণ করি । জয় সচ্চিদানন্দ শান্তিদাতা, তোমার পরম সুন্দর সিংহাসনে তোমাকে আসীন দেখিয়া আমরা কৃতার্থ হইয়াছি । বাহিরের ফুল শুষ্ক হয়, জলও শুকাইয়া যায়, কিন্তু এই পয়ষট্টি বৎসরে ত আমাদের হৃদয় শুষ্ক হইল না, নিত্য সরস রহিল, যুবারা-বৃদ্ধ হয়, বৃদ্ধের অবসন্ন হইয়া মরিয়া যায় । কিন্তু যুবাবৃদ্ধ তোমাতে নিত্যযুব, নিত্যশিশু, নিতমুখী ; তোমার দর্শন ভিন্ন সুখের পিপাসা আর কিছুতেই মিটে না ।