পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

切-8 উপদেশ একমেবাদ্বিতীয়ম । তুমি স্তবনীয়, বন্দনীয়, তোমার শরণাগত হই । তোমাকে বার বার নমস্কার করি । ধ্যান “ষদি এখনই ভূবন হয় মধুময়” তবে আর কথায় প্রয়োজন কি ? যদি জলের মৎস্য জল পাইল, যদি পক্ষীশাবক পক্ষী মাতার কোমল বক্ষঃ পাইল, যদি মক্ষিকা মধুময় শতদল পাইল, তবে আর অপেক্ষা কেন ? হে প্রাণ তুমি পরমাত্মারূপ শতদলে প্রবেশ কর, আর কথা নাই । ভক্ত মীন অগাধ পরমাত্মাসাগরে ডুবিয়া যাও । আৰ্ত্ত জীব পরমাত্মার বক্ষে প্রচ্ছন্ন হও, আর অধিক বাক্যব্যয় করিওনা , সকল কথা স্থির হউক, সকল আরাধনা নিস্তব্ধ হউক, ধ্যান আরম্ভ হউক । সকলে ইষ্টদেবতার চিন্তনে মগ্ন হই । উপদেশ । যাইবার সময় ঈশ্বর তনয় ঈশা বলিয়া গেলেন, “খেদ করিও না, মৰ্ম্মাহত হইও না ; আমার পিতার আবাসে অনেক ভবন আছে ; আমি তোমাদের জন্য স্বর্গে স্থান প্রস্তুত করিতে চলিলাম । এখন চলিলাম