পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা ワー○ আবার আসিব এবং আসিয়া তোমাদিগকে লইয় যাইব । যেখানে আমি বাস করি সেখানে তোমরাও বাস করিতে পাইবে ।” এই যে নানা ভবনময় স্বর্ণরূপ পিতৃগৃহ তোমাদের জন্য প্রস্তুত হইয়াছে, এখানে থাকিতে থাকিতে যদি সেই স্বর্গের দেবপ্রাসাদ না দেখ, মরণের পরে যে দেখিবে তাহার প্রমাণ কি ? পৃথিবী দিব্যধামের পূৰ্ব্বাভাস ও প্রতিচ্ছবি ; সেই দিব্যধামে কেন অবিশ্বাস করিবে ? ইহাইত তোমার ও আমার বাসভূমি । ঈশার অঙ্গীকৃত সেই বাসভূমির সৌন্দর্ঘ্য এখান হইতে দেখা যায়, এবং তাহার সমাচার শুনা যায় । যদি বল তাহার প্রমান কি ? কিরূপে ইহা জানিলে ? আমার উত্তর এই যে, সেই ভবনে । কথঞ্চিৎ পরিমাণে বাস করিয়াছি । সেখানকার আনন্দ সমাচার শুনিয়াছি । এই উৎসবের সময় আমি সেই পবিত্র পুরীতে বাস করিতেছি । যাহা কল্পনার ছবি, যাহা ভাবের প্রতিমা তাহার বর্ণনা করিয়া আমি তোমাদের মনস্তুষ্টি করিতে চাহি না । চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, কল্পনা যাহা ভাবে নাই এমন ঐশ্বৰ্য্য, যাহারা তাহাকে ভয় করে ও ভালবাসে, তাহাদের জন্য ভগবান স্বৰ্গধামে সঞ্চিত করিয়াছেন,