পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ من مرb আজ তদ্বিষয় আলোচনা করিব । মহাত্মাগণ উপদেশ দিয়াছেন শরীর দেবমন্দির, জীবন দেবতার আবির্ভাব । উহা লাভ করিয়াছি বলিয়। কুকৰ্ম্ম হইতে বিরত থাকি। এই উপদেশ পালন কর । শরীর নিরাকার আত্মার আধার মাত্র, দেহের কণায় কণায় সেই পরম দেবতা সংযুক্ত রহিয়াছেন! অনেকে ইহা বুঝে না । তুমি আমি অনেক সময় ইহা বুঝি ন। কিন্তু ইহা মিথ্যা কথা নহে । . . শরীর অনেক সময় নরকধাম হইতে পারে বটে কিন্তু তাহ বলিয়া কি বলিব ইহা দেহধাম নহে ? নরক ও স্বর্গ উভয়ই সন্নিকট ও পাশ্ববৰ্ত্তী । ইতিহাস বলিতেছে এমন লোক ছিলেন র্যাহার দিনে কি নিশীথে অবিচ্ছেদে আপনাদিগের দেহ মন মধ্যে পরম দেবতাকে দর্শন করিতেন এবং প্রতিদিন পুণ্য ভূমিতে পদ বিক্ষেপ করিয়া সেই অমর ধামে চলিয়া যাইতেন । ইহার শ্রান্তদিগের আশ্রয়, ইহারা পাপীদিগের আশা, ইহারা জ্ঞান ধৰ্ম্ম, ভক্তি, যোগের আদর্শ । এই যে সমুদয় মহাজন র্যাহারা ধৰ্ম্মস্থাপন করিলেন । এইসকল যোগী, সিদ্ধ মানব চুড়ামণিগণ কে ? ইহারা প্রত্যেকে আমাদের পিতার নিৰ্ম্মিত এক একটা