পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা । しァ。 শান্তিনিকেতন হইয়া রহিয়াছে । কোটী কোটী খৃষ্টান আজ খেদ না করিয়া আশার সহিত মঙ্গলময়ের মঙ্গল রাজ্যে প্রবেশ করিতেছে । বৌদ্ধের জন্য নিৰ্ব্বাণ, বৈষ্ণবের জন্য মহাভাব, খৃষ্ঠানের জন্ত পিতার স্বৰ্গরাজ্য বৰ্ত্তমান । বিধানবাদী তোমার গহ কৈ ? অনেক ঐশ্বর্ঘ্যে পূর্ণ পিতার রাজ্যে বৌদ্ধগণের জন্য একটি, খৃষ্টানের জন্য একটি, বৈষ্ণবগণের জন্য একটি, মুসলমানের জন্যও একটি মন্দির ; কিন্তু বিধানবাদী, দেখ তোমার পিতার বিস্তীর্ণ দেশে তোমার জন্য বড় বড় ছোট ছোট কত শত মন্দির । জ্যোতিৰ্ম্ময় নিরাকার পরব্রহ্ম সমস্ত গহের পূর্ণ আলোক হইয়া তোমাকে পথ দেখাইয়া আহবান করিতেছেন । কোন ঘরের দ্বার তোমার জন্য অবরুদ্ধ নহে । এই ঘর তোমার নহে বলিয়া কেহ তোমাকে তাড়াইবে না ; ধন্য ঈশ্বর, জয় ঈশ্বরের । সাধুদিগের চরিত্রের উপাদানে বৈকুণ্ঠপুরী নিৰ্ম্মিত হইয়াছে। চরিত্রে ধৰ্ম্মজীবনের উচ্চ চূড়া, চরিত্রে ধৰ্ম্ম প্রভাবের পূর্ণ আলোক, চরিত্রে সমস্ত সাধুর সুন্দর কুটার । এক একটি সাধুজীবন দেখিয়া ইচ্ছা হয় যে, সম্পূর্ণরূপে ইহার চরিত্র-পরতন্ত্র হইয়া পড়ি । চক্ষুর অগোচর সমস্ত দেব গ্রামের সমস্ত মনোহারিত্ব এই