পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা 5\כל( আরোগ্য করিত ? পিতৃহীনদিগের কে সহায় হইত ? সহগুণে ও কাৰ্য্যগুণে কে জগতের দৃষ্টান্ত হইত ? অতএব অসীম ক্লেশ সহ করিয়া এবং অশেষ কাৰ্য্য সাধন করিয়া ঈশ্বরের রাজ্যে যাইবার পথ পরিষ্কার করিয়া লও । - বন্ধুগণ, চল সেই শান্তিধামে প্রবেশ করি,—যেখানে জ্ঞানের সঙ্গে ভক্তির কায্য, প্রেমের সঙ্গে সেবার ব্রত, চিন্তার সঙ্গে সঙ্গে সাধনার ঐশ্বৰ্য্য, বিজ্ঞানের মধ্যে ধৰ্ম্ম, সহিষ্ণুতায় অবনত মস্তক, শাস্তবক্ষঃ হইতে কায্যের প্রবাহ নিৰ্গত হইয়া ভগবানের আশীৰ্ব্বাদ-স্রোত-সংযোগে অনন্তের দিকে ধাবিত। উত্থান কর, জাগ্রত হও, মায়ানিদ্রা পরিহার কর, চল অমৃত ধামে প্রবেশ করিয়া সার মনুষ্যত্ব গ্রহণ করি । প্রার্থন পিতঃ, তোমার গৃহে অনেক সন্তান, তোমার ক্রোড়ে সহস্ৰ সহস্ৰ আলয়, তোমার হস্তে সহস্ৰ সহস্ৰ ক্ষুধার্ভের জন্য অন্ন, এবং তৃষ্ণাৰ্ত্তের জল রহিয়াছে । তোমার ঘরে আসিয়াছি । আমাদিগকে পৃথিবী হইতে ভাল করিয়া টানিয়া লও। আমরা বিদেশকে স্বদেশ ভাবিতেছি । হাট বাজারের ঝুট জরিকে অক্ষয় মুকুট ভাবিয়া