পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

な〉レー উপদেশ সমস্ত বলিদান ভিন্ন আর কি ? ভগবান এই সকলসুকীৰ্ত্তি সদ্ধৰ্ম্ম স্থাপন করিয়াছেন বলিয়া অকীৰ্ত্তিমান মানুষ তাহার অনুশরণে প্রবৃত্ত হইয়াছে । তোমার জন্য এত মহাত্মা এত ক্ষতি সহিলেন, তুমি কি পরের জন্য কোন স্বার্থ ত্যাগ করিবে না । যদি ধৰ্ম্ম চাও মাটী হইতে হইবে । মৃত্তিকা যেমন আপনার ভিতর সমস্ত আসার বস্তু গ্রহণ করিয়া তাহার বিনিময়ে নিজ উৎকৃষ্ট রসে ও শক্তিতে তৃণ, বৃক্ষ, ফুল, ফল, শস্য, ৎপাদন করে, তেমনি সহস্ৰ দৌরাত্ম্য সহ্য করিয়া অনেক অসারতা বহন করিয়া আপনার সহ্যগুণে ও কাৰ্য্যগুণে যে পৃথিবীকে ধনশালিনী ও কীৰ্ত্তিশালিনী করে তাহারই জীবন ধন্ত । দারিদ্র্যের সন্তাপে, রোগীর রোগে, শোকাৰ্ত্তের হৃদয়ভেদে, পাপীর অনুতাপে সহানুভূতি সহায়তা, স্বদেশের জন্য পরিশ্রম না করিলে তোমার যোগ্য ক্রিয় হইল না | র্যাহারা সমস্ত লাভ ক্ষতিতে জলাঞ্জলি দিয়া অপরের জন্ত শীতে, গ্রীষ্মে, নিজ ব্রত পালন করিলেন, নিজ জীবনকে ক্ষয় করিলেন, র্তাহাদের আত্মবলিদান ঈশ্বর আপন দক্ষিণ হস্তে গ্রহণ করিলেন । র্যাহারা জগতের মহাকার্য্যে যৌবনে অকাল বৰ্দ্ধিক্য লাভ করিলেন, বাৰ্দ্ধক্যে নির্বান্ধব হইলেন, ধনাঢ্য হইয় গভীর দারিদ্র্য বহন করিলেন, স্থস্থ শরীরকে রুগ্ন