পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমস্ত পৃথিবী এই ধৰ্ম্মের গৃহ। 있 প্রতি পশ্চিম দেশীয় লোকের গাঢ় সহানুভূতি দেখিলাম, তখন অস্তরের আশা এবং সাহস শতগুণ প্রবল হইল। বাস্তবিক এই ব্রাহ্মধৰ্ম্মকে ত আমরা সমস্ত মনুষ্যজাতি এই ধৰ্ম্মের গৃহ। প্রতিদিন যখন এই সত্যের প্রমাণ পাইলাম, প্রতিনি যখন লোকের উৎসাহপূর্ণ চক্ষু বলিতে লাগিল তাহাদের । নিকট এই ধৰ্ম্ম আদৃত, তখন বলিলাম, তবে ত আমাদের ধৰ্ম্ম পৃথিবীর ধৰ্ম্ম, আমাদের ঈশ্বর সমুদয় সংসারের ঈশ্বর, তবেত আমাদের মন্দির সমুদয় পৃথিবীর মন্দির হইবে। দূর হউক বন্ধু বান্ধবদের সন্দেহ অবিশ্বাস । , ঈশ্বরের ধৰ্ম্ম ঈশ্বরের বলে জয়যুক্ত হইবে। সেই বিদেশীয়দিগের নিকটে তোমাদের ঈশ্বরের গুণ বলিলাম, আর তোমাদের সঙ্গে সকলের সহানুভূতি হইল। তোমাদের সুন্দর সরল সত্য-শৃঙ্খলেতে অনেক দেবমন্দির একত্র হইল। তোমাদের সেবক সেই দূরদেশে যে ঈশ্বরের সেবা করিয়াছে, স্বদেশে তাহারই সেবা করিবে এই প্রতিজ্ঞ করিয়া ফিরিয়া আসিল । ইংলণ্ড এবং ইউরোপে সহ্স্ৰ নরনারী তোমাদের সত্য গ্রহণ করিয়াছেন, তোমাদের মতকে অতি যত্নের সহিত পালন করিতেছেন, তাহাদের হৃদয় প্রস্তুত, তোমরা তাহাদিগকে তোমাদের অন্তরের প্রেম দিয়া আপনার করিয়া লও। তাহা হইলে পূৰ্ব্ব পশ্চিমস্থ সকলের প্রদীপের আলোক একত্র হইবে। ঈশ্বরের স্বৰ্গরাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হইবে। ধন্ত তাহারা, যাহারা দুৰ্ব্বল হইয়াও ঈশ্বরের বলে নির্ভর করে! ধন্ত তাহারা যাহারা পাপাত্মা হইয়াও ঈশ্বরের মধুর উপাসনার অধিকারী হয়! কিন্তু আরও ধন্ত তাহার, যাহারা এই উপাসনার মধুরতা জগৎকে দিবার জন্য প্রাণ মন ঈশ্বরের চরণে সমর্পণ করে! তাহারা জানে, ঈশ্বরের ইচ্ছা জয়লাভ করিবেই করিবে। নিশ্চয়ই ঈশ্বরের জয়,