পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গাতীর । S o (t তোমার সর্ববান্তর্যামী জ্ঞান আমাদিগকে পরীক্ষা করিতেছে, আমরা তোমার নিকট অপরাধী আবার তোমার নিকট নিরপরাধী । হে জ্ঞানময়, আমরা তোমার শিস্য, তোমারই অনুগামী, তোমা হইতে দিব্যজ্ঞান লাভ করিতেছি । তুমি সৰ্ব্বদশী, চৈতন্তময়, সাক্ষী-স্বরূপ । তোমার অপার গৌরব, তোমার অসীম যশঃ মহিমা, তুমি সৰ্ব্বময়, তোমারই সমস্ত । তুমি সমস্ত হইতেও প্রকাণ্ড । আমরা প্রদীপ জ্বালিয়া ঘরের আঁধার দূর করিতে পারি না, তোমার অনন্ত আলয়ে কত শত স্থির সূৰ্য্য ও ঘূর্ণিত সৌরজগত । আমরা এই ক্ষুদ্র প্রদীপ জালিয়া তোমার জ্যোতির কি পরিমাণ করিব ? হে অনন্ত মহিমা ! তোমার গুণ, তোমার চরিত্র, তোমার ব্যবহার যতই ভাবি, তাহাতে আমাদের স্বাভাবিক নীচতা দূর হয়, আমরা আপনাদিগকে অনন্তের সন্তান, অনন্ততীর্থের যাত্রী বলিয়া বোধ করি । যখন ক্ষণকালের জন্য জীবনের জঞ্জাল সরাইয়া তোমার মহাপ্রবাহে নামি, তখন যেন কোন অনন্ত অজানিত, বিস্ময়কর দেশে চলিয়া যাই । আমরা তোমার সন্তান এ কথা যখন মনে হয়, তখন বুঝি কেন এ স্বভাব অজানিত সামগ্রীর জন্য ব্যস্ত হয়, তখন বুঝি আমি কৃপবাসী ক্ষুদ্র ভেক নহি, কোন অনন্ত, অক্ষুব্ধ বারিধির মৎস্য, এখন কূপে