পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ০৩ উপদেশ বদ্ধ থাকিলেও অকুল অদৃষ্ট্রের জন্য প্রতীক্ষা করিতেছি। এখন নিজের বাস কুটীরে আবদ্ধ হইয়াছি বটে ; কিন্তু আত্মা এই বিশাল আকাশ পথে তোমার সঙ্গে বিচরণ করিতে চায় । আমরা অসীম ব্ৰহ্ম-প্রবাহের বিন্দু, আমরা অন্তরের ভগ্ন-খণ্ড, আমরা অপার ঐশ্বৰ্য্যের অধিকারী, আমরা তোমার মহিমার স্তুতিবাদক । তুমি অনাদি, অনন্ত, অগম্য, ভূম, মহান । পিতা যখন এ পৃথিবীতে তোমার এত দয়া তখন সে পৃথিবীতে তোমার কত দয়া কে জানে ? প্রেম প্রয়াসীভক্ত তাহার কিছু কিছু অবগত হন, কিন্তু তাবৎ বুঝিতে না পারিয়া অনেক আশা করিয়া থাকেন । কৃপাময়, এখানে সকল মঙ্গল ইচ্ছা পূর্ণ করিতেছ, মরণান্তে কত প্রকার মঙ্গল-সিদ্ধি সঞ্চিত করিয়া রাখিয়াছ কে জানে ? এখানে তোমাকে যত্নবতী জননী বলিয়া বুঝিতেছি, সেখানে না জানি তোমার আদর যত্ন আরও কত বুঝিব। এখন শরীরের অবসাদে আত্মার ভক্তি বাড়িতেছে, জড়ের সঙ্গে আত্মার কত প্রেমময় সম্বন্ধ, জড় জগতের রূপ রস গন্ধে ম্পর্শে ইন্দ্রিয় এবং আত্মা তোমারি করুণারূপ দর্শন শ্রবণ আস্বাদন করিতেছে। বায়ু আমাকে সেই দেশে লইয়া যাইতেছে, জল আমাকে সেখানে লইয়া যায় যেখানে ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্য, রোগ মৃত্যু দুর্ভাবনা নাই । পুষ্প