পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গাতীর So a সকল শাখা হইতে খসিয়া পড়িয়া বলিতেছে বিভূপদে আত্মা অঞ্জলি দাও, নদী প্রেম-সঙ্গমের পথ প্রমুক্ত করিয়া দিতেছে, সমুদ্র অনন্তের প্রেমবক্ষ প্রসারণ করিতেছে । কাহার জন্য এই সমস্ত আয়োজন করিয়াছ ? ক্ষুদ্র কীট জাতি, জীব জাতি, মানব জাতি কেনা তোমার ভাণ্ডার হইতে পালিত হইতেছে। তোমার করুণার নিকট আমার ভক্তি ভাবের কি মূল্য ? ইহা অতি অকিঞ্চিৎকর ; তোমার প্রেম-ক্রোড়ে আরোহণ করিয়া তোমার পূজা করি । দিবসের শ্রমাবসানে তোমারি স্নেহপূর্ণ চরণে আত্ম নিবেদন করি । কৃপাময় গুণধাম তুমি । অতি পবিত্ৰ তুমি, তোমার সহবাস স্পর্শ করিলে আমরা পবিত্র হই। মুক্তিলাভ করা কি তাহ জানি না, তোমার কাছে বসিলে তোমাময় হই, তোমাময় হইলে প্রবৃত্তি, বাসনা, বিষয়-তৃষ্ণা, সকল মন্দভাব মিটিয়া যায়, চিত্ত নিৰ্ম্মল হয়, আত্মা স্বৰ্গীয় হয়, ইহাই মুক্তি তোমার পবিত্র তেজ হৃদয়ঙ্গম হইলে তাবৎ জড়ত, পশুত্ব, । রাজসিকতা রহিত হয়, আত্মা তেজস্বী হয়, জীবিত হয়, সংসার বৈকুণ্ঠ হয়, কৃত পাপের স্মৃতি বিলুপ্ত হয়, ইহাকেই মুক্তি বলি। এই জন্য হে পুণ্যময়, তোমার পবিত্র আরাধনা আমার অতিশয় রুচিকর, তোমার মুক্তি-প্রদ সঙ্গ সৰ্ব্বদাই অন্বেষণ করি । তুমি শুদ্ধ জ্যোতিৰ্ম্ময় অপাপবিদ্ধ।