পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ' ο θ- উপদেশ হে আনন্দময়, তোমাকে একাকী ডাকিয়া সুখী হই । দশজনের সঙ্গে ডাকিয়াও সুখী হই । কাহাকেও না দেখিলে তোমকে দেখিয়া গভীর নির্জনে আমার চিত্ত মধুময়, দশ জনের মধ্যে তোমাকে বিরাজমান দেখিলে আন্তঃকরণ . আহলাদে প্রফুল্ল । তোমার সঙ্গে ভ্রমণ করিয়া হিমালয় মধ্যে প্রগাড় স্বাস্থ্য উপাৰ্জ্জন করি, মুহা সমুদ্র হইতে কত স্থধা মন্থন করি, বাহ-প্রকৃতিরাজ্যে স্বৰ্গরাজ্য দর্শন করি, এই মানব সমাজে দেবসভা প্রত্যক্ষ করি, যাহা দেখি সকলই মনোহর বোধ হয় । কি স্বদেশে কি বিদেশে তোমার আনন্দময়রূপ হেরিয়া কৃতার্থ হই । আনন্দের রথে আরোহণ করিয়া পৃথিবীতে আসিয়াছি । যদি তোমাতে মতি থাকে আনন্দের রথে আরোহণ করিয়া এখান হইতে স্বগে যাইব তোমার সঙ্গে বিচ্ছেদে নরকের আগুন জ্বলে, তোমার সঙ্গে মিলনে সকল বিশ্রাম, সকল তৃপ্তি, সকল শান্তি লাভ করি । তুমি সুখময়, সচ্চিদানন্দ । - তুমি এক অদ্বিতীয়, সকল ধৰ্ম্মের বিধাতা, সকল জ্ঞানের আধার, তুমি সকল জীবের প্রাণ, এই নানা ধৰ্ম্ম বিধান তোমারই আত্মবিকাশ ও বিচিত্র প্রকৃতি । তুমি দুঃখীর কাছে দুঃখী, স্থখীর কাছে স্থখী, যোগীর কাছে মহাযোগী, ভক্তের কাছে একান্ত পরাধীন ।