পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b~ - উপদেশ। সত্যের জয়, ব্রাহ্মধৰ্ম্মের জয় হইবে এবং সমস্ত মনুষ্যজাতি এক পরিবার হইবে । - -, - দীননাথ ! আমরা কি দেখিব না, পূৰ্ব্বকালের অপেক্ষ তুমি কত উচ্চতর বিধান আমাদিগকে আনিয়া দিলে ? যে দেশে ভক্তি প্রেম শুকাইয়া গিয়াছিল, সেখানে প্রেমের বন্যা আনিয়া দিলে। লওঁ তবে আমাদের প্রাণ মন । যাদের সব দিয়াছ, তাদের সামান্ত শরীর মন প্রাণ—যাহা কিছু, তোমার ইচ্ছা সাধনে নিযুক্ত কর। তোমার প্রেম বিধানে সকলের হৃদয়কে এক কর । নরনারীর মধ্যে এক পরিবার কাহাকে বলে, তোমাতে জীবন ধারণ করা কি, ইহজীবনেই অনন্ত জীবন লাভ করা কি, তাহা আমাদিগকে বুঝাইয়া দাও। ধন্ত তোমার মহিমা, যে তুমি আমাদিগকে প্রেমের অধিকারী করিলে! নিজগুণে এই প্রার্থন পূর্ণ কর । ,