পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > ミ উপদেশ অনুকূলতায় অনায়াসে নির্দিষ্ট স্থানে পহুছিতেছে । তরণীগুলি যখন চলেনা, বিশ্রাম করে, তখনও এই জলেই থাকে । যদি ইহাদিগকে জল ছাড়াইয়া কুলে তুলিয়া রাখ উহা রৌদ্রে শুকাইবে, ফাটিবে, ভাঙ্গিকে অবশেষে কার্য্যের অনুপযুক্ত হইয়া চুল্লির ইন্ধন হইবে । তেমনি তোমাদের জীবনতরণী যদি এই সকল মহাজনজীবন-নদী অবলম্বন করিয়া গমস্থানের দিকে যাত্রা করে, সচল স্রোতস্বতী সহজে সেখানে উপনীত করিবে । তাহা না করিয়া যদি সংসার শৈকতে তুলিয় রখি কাল সূর্য্যের দাহনে উহা চূৰ্ণ হইয়া চুল্লীর কাষ্ঠ হইবে । ব্ৰহ্ম সাধনার জলে ইহাকে নিয়ত স্থসিক্ত না রাখিলে কিছুতেই রক্ষা নাই । - এই নদীতীরে ধারে দণ্ডায়মান সারি সারি বৃক্ষ কিসের সাক্ষ্য দান করিতেছে ? ইহারা কি এই নদীর আদি বৃত্তান্তের কিছু সাক্ষ্য দাতা নহে ? এই নদী কি প্রকারে বৰ্দ্ধিত হয় । ইহার পরিসর গ্রীষ্মকালে কিরূপ সঙ্কীর্ণ বর্ষাতে ইহা কিরূপ বিস্তৃত হয়, এই তটস্থ তরুরাজী তাহা দণ্ডায়মান হইয়া সকলই দর্শন করে । মহাজনগণের প্রতিভার সাক্ষদাতা, তাহাদের বংশজ ধৰ্ম্মমণ্ডলী । ধৰ্ম্মমণ্ডলীর অবস্থা দেখিয়া অনেক পরিমানে সংস্থাপকের জীবনের মহত্ব উপলব্ধি হয় ।