পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S S & গঙ্গাতীর বাজারের সঙ্গী, পথিকের সামান্ত আলাপ পরিচয়, ওপারে আত্মীয় স্বজন । এ পারে ক্রন্দন ও শবের টানাটানি, ওপারে চিরস্থখ চির আনন্দ, চির প্রশান্তি — মহাজয় মহা কোলাকোলি ! এ পারে তৃষ্ণা ওপারে পান, এ পারে ক্ষুধা ওপারে নিবৃত্তি, স্থতরাং এ পারে আর চিরদিন কিরূপে থাকিবে ? সংসার হইতে স্বর্গের দিকে যাত্রা করিয়াছ । হে যাত্রীক, তোমার পক্ষে ইহা অপেক্ষ সৌভগ্য আর কি আছে ? প্রিয় বন্ধুগণ, এই নদী আর কত শিক্ষা দিবে ? ভগবানের প্রেমের কথা আর কত বলিবে ? ভগবান এই উপলক্ষে তোমাদিগকে আজ আশীৰ্ব্বাদ করুন । সমস্ত পরলোক আজ তোমাদের নিকট উজ্জল, এখন কি নিবৃত্ত হইতে চাও ? মন, প্রাণ, যদি অধীর হইয়া, মহা ব্যাকুল হইয়া এই অনন্ত দেবতাকে এবং তাহার সমস্ত বিধানকে আজি আনন্দে গ্রহণ করিয়া থাকে, তবে নিবৃত্ত হও ; কিন্তু এসকল কথা ভুলিও না ইহা ভুলিবার বস্তু নহে । দিন রাত ধ্যান করিবার বস্তু, জীবনকে এই মহা স্থখ শান্তিতে অবিরত ডুবাইয়া রাখ । “চল ভাই, চল যাই দেব দেব দর্শনে” এই গান গাহিয়া ব্ৰহ্ম পূজা আরম্ভ করিলে, ব্ৰহ্ম পূজা শেষ করিলে কি বলিয়া ? সত্য কি গোপন করিবে ? দেখিয়া শুনিয়া