পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মচিন্তা, ধৰ্ম্মমত, ধৰ্ম্মভাব, ধৰ্ম্ম চরিত্র > > S যদি জ্ঞান ও প্রেমের সঙ্গে ভক্তিভাব না জন্মিল তাহ হইলে আধ্যাত্ম-জীবনতত্ত্ব কখনও লাভ করিতে পারিবে না । যেমন চিন্তার পরীক্ষা মতে, তেমনই মতের পরীক্ষা ভাবে, ভাব-বিহীন ধৰ্ম্মমত, প্রাণ-বিহীন দেহের মত, তাহ লইয়া কি হইবে ? ভাবের ঘন অবস্থা প্রেম, প্রেমের ঘন অবস্থা ভক্তি, ভক্তির ঘন অবস্থ৷ ব্রহ্মের সঙ্গে জীবনের একাকার । এই সকল স্তর পরস্পরা : আধ্যাত্ম জীবনকে স্থরচিত করে । ইচ্ছা করিলে তুমি আনন্দে তাহার মধ্যে অবস্থান করিতে পার । ধৰ্ম্মচিন্তা কর, চিন্তাশীলদিগের সহবাস কর, চিন্তাপূর্ণ গ্রন্থ পাঠ কর, প্রকৃতি মধ্যে, ইতিহাস মধ্যে, জ্ঞানময়ের গভীর চিন্তায় মগ্ন হও, সময়ে বিশুদ্ধ ধৰ্ম্মমত লাভ করিবে । অনেক লোকের ধৰ্ম্মমত আছে, কিন্তু ধৰ্ম্মচিন্তা নাই – যে সকল ধৰ্ম্মমত অল্প বয়সে শিখিয়াছে চিরদিন তাহাই অবলম্বন করিয়া থাকে, সে বিষয়ে মনে কোন ভাবনা চিন্তার ধার ধারে না । কিন্তু এমন লোক দেখি নাই যার ধৰ্ম্মচিন্ত৷ আছে কিন্তু ধৰ্ম্মমত নাই । অতএব সৰ্ব্বাগ্রে চিন্তাশীল । হও, গভীরচেতা হও, সকল বিষয়ের নিগূঢ় তত্ত্বঅনুভব কর । এই ধৰ্ম্মচিন্তা ও ধৰ্ম্মমত প্রাকৃতিক প্রণালীতে রূপান্তরিত হইয়া ভাবের আকার গ্রহণ করে ;