পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ミ8 উপদেশ হইয়া ব্ৰহ্মদর্শন রূপে পরিণত হইবে, এখন যাহা ভাবিতেছ পরে তাহা দেখিবে । সত্যের অবয়ব আছে, — স্বয়ং ব্রহ্ম সত্যের অবয়ব, তুমি ভবিষ্যতে কোন দিন সেই অবয়ব দেখিতে পাইবে । প্রেম পরিপক্ক হইয়া ব্রহ্মের সঙ্গে পবিত্র সম্পর্ক রূপে পরিণত হয়, মানুষ ব্রহ্মসন্তান হয়, ব্রহ্মসন্তান হইলে সকলের উপর প্রীতি হয়, মানুষের মধ্যে পবিত্র প্রেম পরিবার স্থাপিত হয়। পরমেশ্বরে ভক্তি, জীবে প্রেম হইলে সৎকার্য্যে উৎসাহ হয়, চরিত্র নিষ্কলঙ্ক হয়, সংসার যথার্থ তপস্যার ভূমি হয়। শুনা কথা বলিতেছিনা, পঠিত কথা বলিতেছিনা, যাহা শতবার দেখিয়াছি তাহাই বলিতেছি । যাহা স্থখে দুঃখে, দেশে বিদেশে প্রচার করিয়াছি, পরীক্ষা করিয়াছি, তাহাই বলিতেছি । চিন্তাকে নানা অবস্থার মধ্যে বিশ্বাসে ও ব্রহ্মদর্শনে পরিণত করিয়াছি, সত্যের অবয়ব নয়ন গোচর । করিয়াছি, ভাব পরিপাকে ভক্তি স্থধা পান করিয়াছি, ভক্তিভাবে ভগবানের সহবাসে জগতের হিতসাধনব্রত গ্রহণ করিয়াছি, মুক্তি পথে অগ্রসর হইতেছি, স্বর্গের দ্বার খুলিয়া গিয়াছে। - মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যেমন নিত্য, সতীর সঙ্গে পতির সম্পর্ক যেমন নিত্য, সহস্ৰ বিঘ্ন ঘটিলেও ইহা বিনষ্ট হইবার নহে ; যেমন ইহা হইতে বিনা যত্ন চেষ্টাতে