পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ উপদেশ বান্ধিতে না পারি? যদি অবিশ্রান্ত চরিত্রের উচ্চভূমিতে প্রেমেরউদ্যানে জীবনবৃক্ষে শুদ্ধতার ফল পরিপক্ক ন৷ হইল, জিতেন্দ্রিয় হইয়া ঐশী শক্তিতে সৎকার্য্যের দ্বারা লোকের সেবা না করিলাম, তবে আর কি করিলাম ? জীবনের ব্রত কোথায় সিদ্ধ হইল ? এই ভাল হইলাম, আবার মন্দ হইলাম, ধৰ্ম্মে তেজ নাই, ভাবে উচ্ছ্বাস নাই, জীবনে উত্তাপ নাই, চরিত্রে উন্নতি নাই এই দূরবস্থা হইতে মুক্ত কর । - হে প্রাণ স্বরূপ ! এই আশীৰ্ব্বাদ কর, যেন আমাদের ধৰ্ম্মচিন্তা বিশ্বাসে পরিণত হয়, যেন তাহা হইতে ভাব ভক্তি অনুরাগ বৃদ্ধি লাভ করে—আশীৰ্ব্বাদ কর, যেন প্রেম, মত্ততার রূপ ধারণ করে, যেন তাহা হইতে সকল প্রকার মহৎকাৰ্য্য উৎপন্ন হয় । যেন চিন্তায়, মতে, ভাবে, চরিত্রে অভিন্ন হইয়া তোমাকে লাভ করিয়া ধন্ত হই । শান্তিঃ শান্তিঃ শান্তিঃ