পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○之 উপদেশ অভিলাষ হইল, আদেষ্টার হুকুম হইল, হঁ, “অবশ্যই তোমার উহাকে বিবাহ করা শ্ৰেয়ঃ,” ; উৎকোচ গ্রহণের ইচ্ছা হইয়াছে, উপায়ও হইল অমনি অনুকুল বিবেক সদয়ভাবে বলিলেন, “বটেইত, উৎকোচ গ্রহণে একটু দোষ থাকিলেও অনেক ভাল কাজ হইবে” । প্রচুর টাকা আসিল,— দুর্গোৎসব, পিতৃপিতামহের শ্রাদ্ধ মহা জাক ও জমকে সম্পাদিত হইল, ইহাতে ইহকালও রক্ষা হইল, পরকালও প্রশস্ত হইল, অর্থাৎ এক কোপে ঐহিক পারত্রিক দুই । বলিদান করা হইল। সাধুকার্য্যে, ধৰ্ম্মানুষ্ঠানে, ব্রহ্মোৎসবে, লোকহিতে, দাতা বিবেকের নির্দেশ শুনিতে পান না । কিম্বা শুনিয়া চলিতে পারেন না । কিন্তু নিজের বাসনা বিলাষ চরিতার্থ করিবার সময় তাহার বিবেক, হাত ধরা, সৰ্ব্বদাই বিধি দিতে প্রস্তুত । এইজন্য ধৰ্ম্মের এত অপবাদ, আদেশের মত অনেকের কাছে এত অশ্রদ্ধেয়, আমি এইরূপ বিবেক এবং আদেশ মানি না, বিবেক সম্বন্ধে যত কল্পনা, তাহ৷ স্বীকার করিতে পারি না, পুরাতন শাস্ত্র অনুসারে সকল সময় চলিতে পারি না বটে কিন্তু - আজকাল ভগবানের আদেশ বলিয়া যে সমস্ত অনিষ্টকর -বিষয়ে লোকে ভ্রান্ত হইল তাহাতে য়োগ দিতে পারি না । এই অবস্থায় যদি বাধ্য হইতে হয় কাহার বাধ্যতা স্বীকার করিব ? পরমেশ্বরকে দেথিয়াছে কয়জন ? তাহার