পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাধ্যতা >いこ ○ -কথা যারা শুনিয়াছে বলে, তারা শুনিয়াছে কয়জন ? সকল সময় প্রত্যক্ষভাবে তার আজ্ঞাধীন হইতে পারে কে ? নিজের কল্পনা ও ইচ্ছা হইতে স্বতন্ত্র করিয়া বিধাতার আজ্ঞা হৃদয়ঙ্গম করিতে পারা কয়জনের ভাগ্যে ঘটে জানি না । সকল সময় পরমেশ্বরের আজ্ঞাধীন হইতে পারিবার জন্য প্রার্থনাপরায়ন হইতে নিষেধ করিনা ; কিন্তু আমি নানা প্রকার দেখিয়া শুনিয়া ভুগিয়া বলিতেছি, বৃথা কল্পনা জল্পনা ছাড়িয়া ধৰ্ম্মমণ্ডলীর ও উচ্চ চরিত্র ভগবতাধীন লোকের আনুগত্য স্বীকার কর, তাহাতে প্রকৃত ঈশ্বরাদেশ শুনিতে পাওয়া সহজ হইবে । যেখানে ভগবানের নিশ্চয় আদেশ স্বাভাবিক দৌৰ্ব্বল্য বশতঃ পাওয়া সম্ভব নহে সেখানে ধৰ্ম্মাত্মা মানুষের কথা শুন । স্বাধীনতার, বিবেকীতার ভান ছাড়িয়া, ধৰ্ম্মের অভিমান ও মতের অভিমান ছাড়িয়া, যোগ্য ব্যক্তির বশীভূত হও — ভয় পাইও না । ইহাকে গুরুবাদ বলিতে চাও বল ; কিন্তু ইহা ভিন্ন তোমার উপায় নাই। গুরুবাদের মতে ঘোর দায়ীত্ব আছে বটে ; কিন্তু সে দায়ীত্ব শিষ্যের অপেক্ষা গুরুর অধিক । তিনিই সদগুরু যিনি গুরুবাদের অনিষ্ট হইতে শিষ্যকে রক্ষা করিতে পারেন । যিনি যথার্থ সৎশিষ্য তিনি যোগ্য ব্যক্তি কে তাছা চিনিয়া প্রকৃত আনুগত্য স্বীকার করেন ।