পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাধ্যতা > ○ a হয় ; প্রভু, আমরা কে এবং কি আমাদের সাহস যে, তোমার কথা অগ্রাহ করি ? সামান্ত কথা দ্বারা সামান্য ভাবুকতায় তোমাকে তুষ্ট করিব ; জীবনে, কাৰ্য্যে, চরিত্রে, জানিয়া শুনিয়া তোমাকে অগ্রাহ্য করিব ?—ইহাতে আমাদের কি তুর্দশাই হইতেছে। মানুষ সামান্য বিলাসের দ্বারে আত্মবিক্রয় করিল, আপনার গৌরব আপনি ভুলিল, এবং কামিনী কাঞ্চনের অধীন হইয়া আপনার স্বাধীনতার দম্ভে দশ দিক পূর্ণ করিল ; সে দস্ত কেবল তোমায় অগ্রাহা করিবার সময়, ধৰ্ম্মকে লঙ্ঘন করিবার সময় । তুমি যখন আমাকে ভবে পাঠাইলে আমার কপালে দশ আজ্ঞা লিখিয়া দিলে ; কিন্তু আমি যে তোমার আজ্ঞা পালন করিলাম না, বন্ত পশুর মত যাহা ইচ্ছা তাই করিয়া বেড়াইলাম । আমরা কেহ জ্ঞানী, কেহ ধনী, কেহ সংস্কারক, কেহ বক্তা,—তোমার । অধীন কয় জন ? হে স্বয়ন্তু, কেমন করিয়া তোমার আজ্ঞা পালন করিব বল, পাপ করিয়াও যখন তোমার ভাণ্ডার হইতে অন্ন জল পাই : তোমার মঙ্গল অভিপ্রায় হইতে আশীৰ্ব্বাদ লাভ করি, তখন লজ্জায় অধোবদন হইয়া মনে করি, এবার কোন প্রকারে ভগবানের আজ্ঞাধীন ভৃত্য হইব । প্ৰভু তোমার অধীন কর এবং তোমার অধীন হইলে যাহাদের অধীন হইতে হয়, তাহদের নিকট এই মস্তক