পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こbア উপদেশ অবনত কর । বাধ্যতা ভিন্ন বিদ্যালয় চলে না, কাৰ্য্যালয়, ঘরকন্না চলে না, কোন বিষয় নিৰ্ব্বাহ হয় না, পরিত্রাণ লাভ করিবার সময় কি কেবল অবাধ্য হইব ? আমরা কি ভুলিয়া গেলাম, ধৰ্ম্মজগতে কত অধীনতা, পরস্পরে কত সম্পর্ক, কত লোকে আত্মগৌরব ত্যাগ করিয়া অধীন দাসবৃত্তি গ্রহণ করিল । কেবল এই ব্রাহ্মবংশে আত্মগৌরব স্বাধীনতার প্রলাপ কমিল না । হে পরিত্রাতা আশীৰ্ব্বাদ কর, সমস্ত বিদ্রোহিত চলিয়া যাউক, এই সমাজ তোমার বাধ্যতা স্বীকার করুক, তোমার ভক্তদিগের বাধ্যতা স্বীকার করুক । পরস্পরের বাধ্যতা স্বীকার করুক । আর কি বলিব ? অনেক দিন লোক সংগ্রাম করিল ; কিন্তু কাহারও শান্তি হইল না । এখন শান্তি দাও, পরাধীনতায় স্বাধীনতা দাও, আনুগত্যে পুরুষত্ব দাও, বিধি আজ্ঞা পালনে মুক্তির পথ পরিষ্কার কর, আমরা তোমারই কুপার ভিখারী, তোমাকে আশীর সহিত নমস্কার করি । শান্তিঃ শান্তিঃ শান্তিঃ