পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s8 २ উপদেশ অন্ধকারে বহুকাল তাহাকে ঘুরিতে হয় । যতদিন এই পাপে লিপ্ত শরীর ধারণ করা যায়, ততদিন যাতনার সীমা নাই । সমস্ত রিপুর প্রাবল্যের কথা ছাড়িয়া দাও, এক একটি রিপু কোন জীবনে প্রবল হইয়া তাহাকে এত বিপদে ফেলে যে, তাহার সেই জন্য বহুকাল নরকে বাস করিতে হয় । যদি কাহারও কাম প্রবল হয় তবে কি সাধ্য যে, সে কোন সৎ চিন্তায় নিযুক্ত হয় । যদি কাহারও ক্রোধ প্রবল হয়, তাহা মুহুমুহু এমনি জাগিয়া উঠিবে যে, সমস্ত সদভাবের যোগ তাহ দ্বারা কাটিয়া যাইবে । এক একটি রিপু সমস্ত জীবনকে নরক করিয়া তোলে ভাল হইতে বার বার ইচ্ছ হওয়া সত্ত্বেও এবং বার বার চেষ্টা করিয়াও এক একটি রিপুর অধিকার পরিত্যাগ করা যায় না । পলের খেদোক্তি আমরা অনেকেই অবগত আছি । ইচ্ছা হয় সদ্ভাবের বশীভূত হই, ইচ্ছা হয় পুণ্যজলে পাপ ধৌত করি, ইচ্ছা হয় পুণ্যময়ের সঙ্গ লাভ করিয়া মুক্ত হই; কিন্তু স্বভাবে একবার পাপের শিকড় যদি প্রোথিত হয়, তবে আর কি সহজে তুলিয়া ফেলা যায় ? বার বার এই রিপু ও পাপবাসন প্রবল হইয়া মানুষকে নরকস্থ করে । যদি একবার কোন প্রবল পাপের --সঙ্গে আত্মা বদ্ধ হয়, তবে তাহ আহারের সঙ্গে, বস্ত্রের