পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরক e >.8 ○ সঙ্গে, চলা ফিরার সঙ্গে, বাক্যালাপে, চিন্তাতে, কার্বেতে, এমন মিশিয়া যায় যে এই পাপের হাত কিছুতেই ছাড়ান যায় না। তখন তুমি আহার করিয়াও দোষী, পান করিয়াও দোষী, কাহার সঙ্গ লাভ করিয়াও দোষী । ভাল করিয়াও দোষী, মন্দ করিয়াও দোষী, এমন কি ঈশ্বরের কৃপামন্দিরে বাস করিয়া তাহাতেও দোষী । মানুষ পাপ ও নরকের দৌরাত্মে যখন এইরূপে অস্থির হয় এবং পাপীর মন স্বভাবতঃ মুক্তি কামনা করে, তখন তাহার জন্য মধ্যপথ পাওয়া যায় । ইহা স্বৰ্গও নহে, নরকও নহে । এই স্থানেও পাপীর ঘোর পরীক্ষা, প্রবল শাসন, এখানে স্থ অভ্যাস তেমন হউক আর না হউক, কু অভ্যাস একেবারে ছাড়িতে হয় । ইহার পরে ক্রমে ক্রমে পাপের অধিকার হইতে মানুষ মুক্তি লাভ করে । আমরা খুব পাপী নহি ; কিন্তু ইহা কি বলিতে পারি যে, আমি আর রাগ করিব না, ইহা কি বলিতে পারি যে, আর কোন রিপুর বাধ্য হইব না, শাক্যের ন্যায় কি আমরা বলিতে পারি যে, “ আমি মোহমুক্ত হইয়াছি, আমি পাপমুক্ত হইয়াছি ।” আমি বলিতে চাহি ন যে, ব্রাহ্মগণ মধ্যে অনেকে নরকে বাস করিতেছেন, কিন্তু অনেকে যে এই মধ্যভূমিতে বাস করিতেছেন, ইহাতে সন্দেহ নাই । । অনেকে পাপের সঙ্গে সংগ্রামে