পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরক SS (t যে ব্যক্তির সঙ্গে যে ভাবে একবার যোগ হয় তাহ সহজে ভাঙ্গে না ! কোন বস্তুর সঙ্গে বা কোন ব্যক্তির সঙ্গে কু ভাবের যোগ হইলে, যত কাল এই বস্তু বা ব্যক্তি বিদ্যমান থাকে, সে ভাবের অন্ত ভাব হয় না । তেমনি সদ্ভাবের যোগ থাকিলে চিরকাল পবিত্র যোগ সংরক্ষিত इक्ष { . আমরা যে সংসার করিয়া ডুবিলাম, সেই সংসার করিয়া বাবা নানক কত উন্নত হইলেন । পবিত্র স্বৰ্গীয় ভাবে সকলেই কি পবিত্র ও স্বগীয় হয়। মুক্ত জীবের পক্ষেও একটি মুক্ত অবস্থা আছে । আগে যাহাতে ইন্দ্রিয়ের যোগ থাকে, পশ্চাৎ তাহা অতীন্দ্রিয় যোগ হয় । আগে ধনে যোগ, পরে তাহ ব্ৰহ্মযোগ হয় । নারীতে পবিত্র দেবীমূৰ্ত্তি দেখিয়া পরম জননীর আকার অনুভব হয় । সমস্ত সংসার, সমস্ত বিষয় মানুষের পক্ষে নূতন হইয়া স্বর্গের সহচররূপে সংযুক্ত হয় । এই অবস্থা হইলেই নরকভোগ শেষ হইয়াছে মনে করিতে হইবে ঈশ্বর । কৃপা করিয়া আমাদিগকে নরক হইতে উদ্ধার করিয়া । স্বৰ্গবাস দান করুন । হে মুক্তিদাতা, স্বর্গের স্বর্গ তুমি । আমাদিগকে তোমাকে ভোগ করিতে দিয়াছ, আর স্বগ ভোগ করিতে কি দিবে না ? যখন তোমার প্রেমসাগরে ডুবি, তোমাকে । পাইয়া আত্মহারা হই, তখন রাগ দ্বেষ, হিংসা আর