পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 ○ উপদেশ থাকে না ; বিনা চেষ্টাতে তোমার প্রেমক্রোড় লাভ করি । তবে কেন বলি, তোমাকে ছাড়িয়া নরকে ডুবিলাম । তোমার সহবাসের অস্বাদ পাইয়াও কেন তাহা ভুলিয়া পাপের বাধ্য হইলাম ? সোণার সংসারে আমরা কেন পাপী হইলাম ? যে মুখে তোমার নাম করিয়া ধন্ত হই, সেই মুখে উত্তেজিত কথা বলিয়া কেন অপবিত্ৰ হই ? সিহ শাৰ্দ্দলকে আবদ্ধ করা যায়, রসনাকে কি বশীভূত করিতে পারিব না ? অপবিত্রতা প্রত্যেক লোমকূপে প্রবিষ্ট । মৃত্যুর গহবরে পড়িয়া বুঝি প্রাণ হারাই । হে পতিত জনের সহায়, আমাদিগকে উদ্ধার কর । এমন কোন শাসনবিধি, এমন কোন বিস্ময়কর পরিত্রাণ আমাদিগকে দাও, যাহাতে আমরা পাপরিপুর হস্ত হইতে এবং এই ঘোর নরক হইতে মুক্ত হইতে পারি। তামোদিগকে এই আশীৰ্ব্বাদ কর, যেমন এই উপাসনাতে ধন্য হইতেছি, তেমনই নিত্য তোমার পবিত্র সহবাসে থাকিয়া সুখী হই । কাতর অন্তরে তোমার পবিত্র চরণে এই ভিক্ষ করিয়! আশা ভক্তিভরে তোমাকে নমস্কার করি । - শান্তিঃ শান্তিঃ শান্তিঃ