পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ । ويا (ع\ দেখিতে পান, কোন অবস্থায় মনুষ্যের মধ্যে ভ্রাতৃভাব বদ্ধমূল হইবে। সাধক সে রাজ্যের প্রেম দেখিয়া প্রেম লাভ করেন এবং প্রেম দান করেন, দিব্য জ্ঞানে মোহবন্ধন ছেদন করেন, তিনি প্রকৃত বৈরাগ্য লাভ করিয়া আপনাকে জগতের সেবায় নিযুক্ত করেন। অতএব যাহারা ব্রাহ্মধৰ্ম্ম প্রচারকে উৎকৃষ্ট কাৰ্য মনে করেন, তাহাদের কৰ্ত্তব্য এখন হইতে অন্তরকে সংযত করিয়া সমস্ত মানবজাতিকে একটি সামগ্রী মনে করিয়া তাহার সেবায় নিযুক্ত হওয়া। অনেক মনুষ্য আসিবে, অনেক মনুষ্য যাইবে, অনেক ব্রাহ্মসমাজ উঠবে এবং পড়িবে ; কিন্তু যে প্রচারক ঈশ্বরকে সহায় করিয়া সমুদায় মানবজাতির গভীরতা হইতে জ্ঞান, প্রেম, পুণ্য লাভ করেন, এবং তাবৎ মানবপ্রকৃতির পাপ-ত্যাগ ও পরিত্রাণের জন্য জীবনকে উৎসর্গ করেন, তাহার প্রচারব্রত কখন শেষ হইবে না, এবং র্তাহার চিত্তের অবসাদ হইবে না। অতএব ঈশ্বরের জ্ঞান-নিঃশ্বাস, প্রেম-নিঃশ্বাস এবং পুণ্য-নিঃশ্বাস দ্বারা যাহাতে মনুষ্যস্বভাবরূপ সাগর উচ্ছসিত হয়, তাহার জন্ত আমরা যথার্থ প্রচারক হইতে চেষ্টা করিব। ভ্রাতা ভগ্নীদের মুক্তিতে আমাদের মুক্তি হইবে।