পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8० উপদেশ । করে ; কিন্তু ইচ্ছা করিলে কি হইবে ? অগ্ৰে এই লৌহাস্ত্রে এই দাম্ভিক মস্তক চূর্ণ হউক, আগে বিনয়ের কন্থা এবং বৈরাগ্যের কন্বলে শরীর আচ্ছাদিত হউক, তবে সেই অভিপ্রায়ময় ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হইবে। যদি ইচ্ছাময়ের রাজ্যে গিরা তাহার পবিত্র ইচ্ছা জানিতে পারি, তবেই জীবন সার্থক হইবে। এইত মুকুট পাইবার সময়। মূঢ়মতি সংসারাসক্ত মনুষ্যগণ ! দেখ দেখি, যাহারা ঈশ্বরপ্রদত্ত ঐ মুকুট পরিয়াছে, সে সকল নরনারীদিগের হৃদয় কি সুন্দর ভাব ধারণ করিল! তাহারা ঐ চির নিরাপদ দুর্গ মধ্যে যাইতেছে। ঈশ্বরসন্তান পৃথিবীর প্রেমের প্রত্যাশা করিলেন না, সংসারের ভালবাসা সংসারে পড়িয়া রহিল, ঈশ্বরের ভৃত্য ঈশ্বরের চরণ ধরিয়া চলিয়া গেলেন । ধন্য ধন্য ঐ সকল জীবন, যাহার মধ্যে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ হুইল ! ব্রাহ্মগণ ! ব্রাক্ষিকাগণ । ঐ শুন ঈশ্বরের নাম লইয়া কতকগুলি লোক শব স্কন্ধে করিয়া যাইতেছে । ( এই সময় শব স্কন্ধে এক দল লোক “লা এলাহ এল্লেল্লাহ, মহম্মদ রস্থলেল্লাহ বলিতে বলিতে সন্মুখ দিয়া যাইতেছিল) মৃত্যুর পূৰ্ব্বে প্রভুর ইচ্ছা জানিতে চেঞ্জ কর। র্তাহার ইচ্ছা পালন করিয়া যাহারা মরিয়াছে, তাহারা ধন্ত ! ঈশ্বরের কৃপাতে তাহাদের নামের মধ্যে আমাদের নাম লিখাইয়া লই । ঈশ্বরের ইচ্ছা জানিয়া যাহারা প্রাণ দিয়া স্বৰ্গধামে গিয়াছে, আমরাও তাহাদের অনুবর্তী হই, ঈশ্বর এমন আশীৰ্ব্বাদ করুন। .مم