পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ধকারে আলোক । sa যিনি অন্ধকার মধ্যে এ সকল সৌন্দৰ্য্য দেখিয়াছেন, তিনি রাত্রি আসিবে কবে এই বলিয়া দিবাতে অধীর হন, এবং বাহিরের আলোক হইতে বিদায় লইয়া অন্তরের যে অনন্ত আলোক তাহার মধ্যে প্রবেশ করিয়া বিশ্রাম ভোগ করেন, আরাম এবং চিরশান্তি লাভ করেন।