পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিত্য নূতনতা । (ত্রীরামপুর ব্রাহ্মসমাজ ) রবিবার, ৭ই কাৰ্ত্তিক, ১৭৯৮ শক ; ২২শে অক্টোবর, ১৮৭৬ খৃষ্টাব্দ। নানাপ্রকার মঙ্গলাচরণের মধ্যে নুতন গৃহে প্রবেশ করা এদেশীয় লোকের মধ্যে একটি প্রধান মঙ্গলাচরণ। জীবন শীঘ্রই এত পুরাতন হইয় উঠে, এখানকার বন্ধুতা, সুখ, এত পুরাতন এবং অভ্যস্ত হইয়া যায় যে, মধ্যে মধ্যে কোন একটি নূতন ব্যাপারে যোগ না দিলে মনে মুখ হয় না। নূতনতা মনুষ্যজীবনের আকাজক্ষা। মনুষ্য পুরাতন সুখ, পুরাতন বন্ধুসঙ্গ ভালবাসে না । ইন্দ্রিয়সুখার্থ নূতন নুতন ইন্দ্রিয়স্থখ অন্বেষণ করে। জ্ঞানার্থ নূতন নূতন সত্য লাভ করিবার জন্য ব্যাকুল হয়। ধৰ্ম্মার্থী মধ্যে মধ্যে নূতন নূতন ধৰ্ম্মের ভাব আকাজ করে। পুরাতন গৃহে কেহই বহুকাল বাস করিতে চায় না। যে দিন কোন সম্পন্ন ব্যক্তি পুরাতন জীর্ণ গৃহ পরিত্যাগ করিয়া, আপনার স্ত্রী পুত্র কন্যাদিগকে লইয়া নুতন গৃহে প্রবেশ করেন, সেই দিন তাহাদের মনে কত আনন্দ। এই যে, প্রায় সকল বিষয়েই মনুষ্যজাতির নূতনতাম্পূহ, ইহার মধ্যে সুগভীর অর্থ আছে। মনুষ্যজীবনে যেমন এই ইচ্ছা, এই নূতনতাস্পৃহা বৰ্ত্তমান, সমস্ত বিশ্ব-সংসারেও ইহা চরিতার্থ করিবার আয়োজন হইতেছে। পুরাতন সূৰ্য্য প্রত্যেক দিন নুতন হইয়া আসিতেছে। যদি স্বৰ্য্য একই রকম থাকিত, যদি সম্বৎসরকাল সেই মধ্যাহ্ন প্রচণ্ড স্থৰ্য্যের কিরণ থাকিত, কে তাহ সহ করিতে পারিত ? এই জন্ত নুতন স্বৰ্য্য এবং নুতন পূর্ণচন্দ্রিমার এত