পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । পুরাতন ধৰ্ম্মতত্ত্বের ফাইল হইতে ভক্তিভাজন প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়ের সমস্ত উপদেশ সংগ্রহ করা হইয়াছে। তাহারই কয়েকটা উপদেশ এই খণ্ডে ধারাবাহিক তারিখ অনুযায়ী প্রকাশিত হইল। সমস্ত উপদেশ খণ্ডশঃ প্রকাশিত হইবে । শ্ৰীযুক্ত বিনোদবিহারী মজুমদার, শ্ৰীযুক্ত দেবেন্দ্রনাথ সেন, ডাক্তার শ্ৰীযুক্ত পরেশনাথ চট্টোপাধ্যায় মহাশয়গণ এই উপদেশ প্রকাশের জন্য অর্থানুকূল্য করিয়াছেন। তজ্জন্ত আমরা তাহাদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। এই উপদেশ প্রকাশের ভার নববিধান ট্রষ্টের হস্তে অপর্ণ করা হইয়াছে। প্রচারাশ্রম। | i ৩নং রমানাথ মজুমদারের ষ্ট্রীট। শ্ৰীগণেশপ্রসাদ । ১১ই মাঘ, ১৮৪০ শক, কলিকাতা ।