পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিত্য নূতনতা । ぐ> জ্যোৎস্না, সংসারের মুখ কোথায় চলিয়া যায়। কিন্তু যাহার চিত্ত ঈশ্বরের পাদপদ্মে বসিয়া শান্তিরস পান করে, যাহার অন্তরে সেই পাদপদ্ম হইতে চির পবিত্রতার বারিধারা আসিয়া পড়ে, তাহার হৃদয়ে মেঘ নাই, ঝটিকা নাই, এবং অন্ত কোন বিপ্লবের আশঙ্কা নাই। ঐ দেখ, তাহার সম্মুখে ঈশ্বরের চির উজ্জল গৃহ। ঐ দেখ, চিরবিশ্রামের শয্যা তাহার জন্ত প্রস্তুত হইতেছে। ঐ দেখ, প্রেমময় পিতা, আনন্দময়ী মাতা তাহার জন্য অপেক্ষা করিতেছেন, কখন সন্তান নুতন জীবন লাভ করিয়া নূতন গৃহে প্রবেশ করিবে। ঐ দেখ, ভক্তগণের মুখশ্ৰীতে কি নুতন পবিত্র জ্যোৎস্না, কি মধুর আনন্দের হাস্য ! এই উৎসবে তোমাদের এবং আমার জীবন নুতন শোভা লাভ করুক ! অদ্যকার দিনের এই শিক্ষা, এই অভিপ্রায় !